একটি দেশের জ্ঞান ভিত্তিক অর্থনৈতিক উন্নয়নের প্রধান কারিগর হলো সেই দেশের বিশ্ববিদ্যালয় অর্থ্যাৎ উচ্চ শিক্ষা দানকারী প্রতিষ্ঠানগুলো। অনেক সময় সরকারি বিশ্ববিদ্যালয়গুলো দেশের নাগরিকদের উচ্চ শিক্ষা প্রদানে যথেষ্ট নাও হতে পারে। সেক্ষেত্রে সরকারের সহায়ক ভূমিকা পালন করে সে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো।
এছাড়া এ সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কারণে দেশের মেধাবী এবং স্বল্প মেধাবী প্রায় সব ক্যাটাগরির শিক্ষার্থীগণ উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পায়। সে কারণে বর্তমানে বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর পাশাপাশি রয়েছে অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের তথ্যমতে, বর্তমানে বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সংখ্যা মোট ১০৩ টি।
আজকে আমরা কথা বলবো এই ১০৩ টি বিশ্ববিদ্যালয়ের মধ্য থেকে সবথেকে সেরা ১০টি বিশ্ববিদ্যালয় নিয়ে। বিশ্ববিদ্যালয়ের এই পজিশন লিস্ট আমরা করেছি শিক্ষার মান, গবেষণা এবং ওয়ার্ল্ড র্যাংকিং এর উপর ভিত্তি করে। তাহলে চলুন দেখে নেই বাংলাদেশের সেরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় কোনগুলো।
North South University- নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (স্কোর: ৭৭.১১)
বাংলাদেশের সেরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এই তালিকার প্রথম স্থানেই রয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়টি ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি বাংলাদেশ সরকার অনুমোদিত প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়টির প্রধান ক্যাম্পাস রাজধানী ঢাকার বারিধারা বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে মোট ২৬,০০০ শিক্ষার্থী রয়েছে। এছাড়া এখানে ৪টি অনুষদের অধীনে রয়েছে মোট ১০ টি বিভাগ।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা দানের ভাষা ইংরেজি এবং এর সংক্ষিপ্ত নাম এনএসইউ (NSU).
- ধরন: বেসরকারি, গবেষণাধর্মী
- নীতিবাক্য: “Center of Excellence in Higher Education”
- উপাচার্য: আতিক ইসলাম
- শিক্ষাঙ্গন: শহুরে
- অধিভুক্তি: বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (UGC), IEB.
বিশ্ববিদ্যালয়টির অফিসিয়াল ওয়েবসাইটের ঠিকানা http://www.northsouth.edu/.
BRAC University- ব্র্যাক বিশ্ববিদ্যালয় (স্কোর: ৭৫.৬৩)
ব্র্যাক বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্যতম সেরা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। এটি ২০০১ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-১৯৯২ অনুযায়ী বাংলাদেশের বেসরকারি সংস্থা ব্র্যাক এর অধীনে প্রতিষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়টি রাজধানী ঢাকার মহাখালীতে অবস্থিত। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থী সংখ্যা ৮ হাজার এর অধিক। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত নাম ব্র্যাকইউ (BRACU).
- ধরন: বেসরকারি
- নীতিবাক্য: উৎকর্ষের অনুপ্রেরণা
- উপাচার্য: অধ্যাপক ভিনসেন্ট চ্যাং
- শিক্ষাঙ্গন: শহুরে
- অধিভুক্তি: বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
বিশ্ববিদ্যালয়টির অফিসিয়াল ওয়েবসাইটের ঠিকানা http://bracu.ac.bd/.
East West University- ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় (স্কোর: ৭১.১৭)
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ঢাকার রামপুরায় অবস্থিত একটি দেশ সেরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়। ঢাকাস্থ এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটি ১৯৯৬ সালে যাত্রা শুরু করে। বিশিষ্ট অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বিশ্ববিদ্যালয়টির অন্যতম প্রধান প্রতিষ্ঠাতা এবং প্রথম উপাচার্য।
বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে মোট ৩টি অনুষদের অধীনে ৯টি বিভাগে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। সর্বমোট ৮১৬২ জন শিক্ষার্থী বর্তমানে এই বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করছেন। বিশ্ববিদ্যালয়টির সংক্ষিপ্ত নাম ইডব্লিউইউ (EWU).
- ধরন: বেসরকারি
- নীতিবাক্য: “Excellence in Education”
- উপাচার্য: ড. এম. এম. শহীদুল হাসান
- শিক্ষাঙ্গন: শহুরে
- অধিভুক্তি: বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
প্রতিষ্ঠানটির অফিসিয়াল ওয়েবসাইটের ঠিকানা https://www.ewubd.edu/.
Independent University, Bangladesh- ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (স্কোর: ৭০.২১)
ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, দেশের প্রথম সারির একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটি ১৯৯৩ সালে ঢাকাস্থ বসুন্ধরা আবাসিক এলাকায় স্থাপিত হয়। বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে ৫ টি অনুষদের অধীনে মোট ২০ টি বিভাগ রয়েছে।
এছাড়া এই বিশ্ববিদ্যালয়ে রয়েছে মোট ৫ টি ল্যাবরেটরি এবং ৩০,০০০ বই ও ১০০ এরও অধিক পত্রিকা সম্বলিত একটি সুবিশাল গ্রন্থাগার। বর্তমানে এই প্রতিষ্ঠানের মোট শিক্ষার্থী সংখ্যা ৭,৩৭৮ জন।
- ধরন: বেসরকারি
- নীতিবাক্য: “Teacheth Man That Which He Knew Not”
- উপাচার্য: তানভীর হাসান
- শিক্ষাঙ্গন: শহুরে
- অধিভুক্তি: বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
বিশ্ববিদ্যালয়টির অফিসিয়াল ওয়েবসাইটের ঠিকানা http://www.iub.edu.bd/. প্রতিষ্ঠানটির সংক্ষিপ্ত নাম হলো আইইউবি (IUB).
Ahsanullah University of Science and Technology- আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (স্কোর: ৬৮.০০)
আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বেসরকারি পর্যায়ের একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ১৯৯৫ সালে রাজধানী ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চলে প্রতিষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়টিতে মোট ৪ টি অনুষদের অধীনে রয়েছে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের বিভিন্ন বিষয়সমূহ। প্রতিষ্ঠানটির সংক্ষিপ্ত নাম আবিপ্রবি বা AUST.
- ধরন: বেসরকারি
- উপাচার্য: মুহাম্মদ ফাজলে ইলাহী
- শিক্ষাঙ্গন: শহুরে
- অধিভুক্তি: বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
বিশ্ববিদ্যালয়টির অফিসিয়াল ওয়েবসাইটের ঠিকানা https://www.aust.edu/
American International University,Bangladesh- আমেরিকান ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (স্কোর: ৬৫.১৫)
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ রাজধানী ঢাকার কুরিল এলাকায় অবস্থিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি ড. আনোয়ারুল আবেদিন এবং ফিলিপাইনের আমা গ্রুপ অফ কোম্পানিজ যৌথ বিনিয়োগে ১৯৯৪ সালে প্রতিষ্ঠা করেন।
২০১৯-২০২০ এর হিসেব অনুযায়ী এ বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থী সংখ্যা প্রায় আঠারো হাজার। বিশ্ববিদ্যালয়টির মোট অনুষদের সংখ্যা ৪ এবং বিভাগের সংখ্যা ১৫। প্রতিষ্ঠানটির সংক্ষিপ্ত নাম এআইইউবি
- ধরন: বেসরকারি
- নীতিবাক্য: যেখানে নেতারা তৈরি হয়
- উপাচার্য: কারমেন জেড লামাগনা
- শিক্ষাঙ্গন: শহুরে
- অধিভুক্তি: বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
অফিসিয়াল ওয়েবসাইটের ঠিকানা http://aiub.edu/
Daffodil International University- ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় (স্কোর: ৬৫.১৪)
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বা ডিআইইউ (DIU) বাংলাদেশের প্রথম সারির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। এটি ২০০২ সালের ২৪ জানুয়ারি ঢাকাস্থ ধানমন্ডি এলাকায় প্রতিষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে মোট ২১৭৫২ জন শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে অধ্যয়ন করছেন। বর্তমানে এই প্রতিষ্ঠানে ৫ টি অনুষদের অধীনে মোট ২৪ টি বিভাগে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়।
- ধরন: বেসরকারি
- নীতিবাক্য: একটি উচ্চতর শিক্ষার ভিত্তির প্রতিস্রুতি
- উপাচার্য: প্রফেসর এম. লুৎফর রহমান
- শিক্ষাঙ্গন: শহুরে, ১৫০ একর
- অধিভুক্তি: বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
বিশ্ববিদ্যালয়টির অফিসিয়াল ওয়েবসাইটের ঠিকানা https://www.daffodilvarsity.edu.bd/.
United International University- ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় (স্কোর: ৬৫.১২)
ইইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের বেসরকারি পর্যায়ে উচ্চশিক্ষা দানকারী প্রতিষ্ঠান। এটি রাজধানী ঢাকার বাড্ডা এলাকায় অবস্থিত। দেশের অত্যন্ত স্বনামধন্য শিল্পগোষ্ঠী ইউনাইটেড গ্রুপ ২০০৩ সালে এ বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করে।
এ বিশ্ববিদ্যালয়টি ২০১৬ সালে দেশের প্রথম উচ্চশিক্ষা দানকারী প্রতিষ্ঠান হিসেবে গবেষণার জন্য ১ কোটি টাকার তহবিল ঘোষণা করে। বিশ্ববিদ্যালয়টির সংক্ষিপ্ত নাম ইউআইইউ (UIU).
- ধরন: বেসরকারি
- নীতিবাক্য: শ্রেষ্ঠত্বের জন্য অনুসন্ধান
- উপাচার্য: চৌধুরি মোফিজুর রহমান
- শিক্ষাঙ্গন: শহর
- অধিভুক্তি: বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
এর অফিসিয়াল ওয়েবসাইটের ঠিকানা http://www.uiu.ac.bd/.
University of Liberal Arts Bangladesh-ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (স্কোর: ৬৩.৬৮)
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের বেসরকারি পর্যায়ে উচ্চশিক্ষা দানকারী একটি প্রতিষ্ঠান। এটি ২০০২ সালে প্রতিষ্ঠিত হয় এবং ২০০৪ সাল থেকে শিক্ষা কার্যক্রম শুরু করে। এটি রাজধানী ঢাকা শহরের ধানমন্ডিতে অবস্থিত।
বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে মোট ৬টি বিভাগ এবং ৪টি গবেষণাগার রয়েছে। বিশ্ববিদ্যালয়টির সংক্ষিপ্ত নাম ইউল্যাব (ULAB).
- ধরন: বেসরকারি
- নীতিবাক্য: “A NEW VISION IN HIGHER EDUCATION”
- উপাচার্য: ইমরান রহমান
- শিক্ষাঙ্গন: শহুরে
- অধিভুক্তি: বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
এর অফিসিয়াল ওয়েবসাইট অ্যাড্রেস http://www.ulab.edu.bd/.
University of Asia Pacific- ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (স্কোর: ৬০.২৮)
বাংলাদেশের সেরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এই তালিকায় ১০ম স্থানে রয়েছে ইউনিভার্সিটি অব এশিয়ান পেসিফিক। এটি বাংলাদেশের একটি স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় যেটি ১৯৯৬ সালের ২২ ফেব্রুয়ারি প্রতিষ্ঠা লাভ করে। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ১৯৯২-এর অধীনে “এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয় ফাউন্ডেশন” নামক একটি বাংলাদেশি অলাভজনক প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করে এবং আর্থিকভাবে সহায়তা করে।
প্রতিষ্ঠানটি রাজধানী ঢাকার ফার্মগেট এলাকার গ্রিন রোডে অবস্থিত। বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে অধ্যয়নরত মোট শিক্ষার্থী সংখ্যা ছয় হাজারের অধিক। প্রতিষ্ঠানটিতে ইংরেজি বিভাগ, ব্যবসায় প্রশাসন বিভাগ, স্থাপত্য বিভাগ ও কম্পিউটার বিজ্ঞান বিভাগ ছাড়াও মোট ৮টি বিভাগ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়টির অফিসিয়াল ওয়েবসাইটের ঠিকানা http://www.uap-bd.edu/.
- ধরন: বেসরকারি
- নীতিবাক্য: “উৎকর্ষ সাধনে অঙ্গীকারবদ্ধ”
- উপাচার্য: অধ্যাপক ড. কামরুল আহসান
- শিক্ষাঙ্গন: ৭৪/এ, গ্রীন রোড, ফার্মগেট, ঢাকা
- অধিভুক্তি: বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন