বাংলাদেশের সেরা ১০ টি স্কুলের তালিকা 

মানুষকে জ্ঞানের আলোয় আলোকিত করতে এবং যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কুল বা বিদ্যালয়ের ভূমিকা অনস্বীকার্য। এজন্য সময়ের সাথে পাল্লা দিয়ে দেশের আনাচে কানাচে গড়ে উঠেছে হাজার হাজার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়। যেখানে শিক্ষা গ্রহণ করছেন প্রায় কোটি কোটি শিক্ষার্থী। আবার এসব বিদ্যালয়ের মধ্যে কোনোটি সরকারি, কোনোটি আধা সরকারি এবং কোনটি আবার বেসরকারি। 

বর্তমানে বাংলাদেশে বাংলা মিডিয়াম স্কুলের সংখ্যা প্রায় ১, ০৮, ৫১৫ টি এবং ইংলিশ মিডিয়াম স্কুলের ১৯৬টি।  তবে শিক্ষা, অবকাঠামো, নিয়ম-শৃঙ্খলা এবং পরিবেশের অবস্থা বিবেচনায় এই স্কুলগুলোর একে অন্যের সঙ্গে রয়েছে বেশ তফাত। যথাযথ নিয়ম শৃঙ্খলা, শক্ত অবকাঠামো এবং আধুনিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে বেশ কিছু সংখ্যক স্কুল উন্নতিশীল বাংলাদেশের পরিচয় বহন করছে।

এসমস্ত প্রথম সারির স্কুলগুলোতে যারা তাদের সন্তান কিংবা প্রিয়জনকে পড়াশোনা করাতে চান তাদের জন্য এই স্কুলগুলো সম্পর্কে আগে থেকে জেনে রাখা খুবই জরুরি। তাই এই আর্টিকেলে আজকে আমরা আলোচনা করবো বাংলাদেশের সেরা দশটি স্কুল নিয়। তাহলে চলুন দেখে নেই বাংলাদেশের সেরা ১০টি স্কুলের তালিকা।

রাজউক উত্তরা মডেল কলেজ 

বাংলাদেশের সেরা দশ স্কুলের এই তালিকার প্রথম স্থানে রয়েছে রাজউক উত্তরা মডেল কলেজ। এটি রাজধানীর ঢাকার উত্তরায় অবস্থিত একটি দেশ সেরা শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ১৯৯৪ সালে বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত হয়। এই প্রতিষ্ঠানটিতে বর্তমানে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালু রয়েছে। 

এছাড়া এখানে বাংলা এবং ইংরেজি উভয় ভাষা মাধ্যমে শিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে। বর্তমানে এই স্কুলে অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা প্রায় পাঁচ হাজার। এছাড়া মোট শিক্ষক রয়েছেন ২৪১ জন এবং কর্মকর্তার সংখ্যা ১৩৫। অবকাঠামোগত উন্নয়ন এবং আধুনিক শিক্ষা ব্যবস্থায় অভাবনীয় অগ্রগতির কারণে এই স্কুলটি বরাবরই বাংলাদেশের শীর্ষ একটি শিক্ষা প্রতিষ্ঠান। 

  • অবস্থান: সেক্টর #০৬, উত্তরা, ঢাকা, ১২৩০
  • নীতিবাক্য: মানুষ হওয়ার জন্য শিক্ষা
  • প্রতিষ্ঠাকাল: ১৯৯৪
  • শিক্ষা বোর্ড: ঢাকা শিক্ষা বোর্ড
  • ওয়েবসাইট: https://www.rajukcollege.net/ 

https://www.rajukcollege.edu.bd/

আইডিয়াল স্কুল এন্ড কলেজ 

আইডিয়াল স্কুল এন্ড কলেজ বাংলাদেশের অন্যতম সেরা একটি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান। এটি মতিঝিল আইডিয়াল স্কুল নামেও পরিচিত। মতিঝিলের তৎকালীন সিজিএস কলোনি (বর্তমানে এজিবি) এর নিবাসীদের উদ্যোগে ১৯৬৫ সালে এই স্কুলটি আইডিয়াল হাই স্কুল নামে প্রতিষ্ঠা লাভ করে। 

বর্তমানে এই স্কুলটির তিনটি মাধ্যমিক শাখা এবং একটি উচ্চমাধ্যমিক শাখা (বালিকা) রয়েছে। মাধ্যমিক শাখা তিনটি রাজধানী ঢাকার মতিঝিল, বনশ্রী এবং মুগদা-তে অবস্থিত। মতিঝিল এবং বনশ্রী শাখায় ইংরেজি ও বাংলা উভয় ভার্সনেই শিক্ষার ব্যবস্থা রয়েছে। 

স্কুলটিতে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রভাতী এবং দিবা শাখায় শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। বর্তমানে এই শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ২৫০০০ শিক্ষার্থী ৩০০ জন কর্মী এবং ৭৫০ জন শিক্ষক রয়েছেন। 

  • অবস্থান: ঢাকা (মতিঝিল, বনশ্রী ও মুগদা)
  • নীতিবাক্য: হে রব আমার জ্ঞান বৃদ্ধি কর
  • প্রতিষ্ঠাকাল: ১৯৬৫
  • শিক্ষা বোর্ড: ঢাকা শিক্ষা বোর্ড
  • ওয়েবসাইট: http://www.idealschoolandcollege.edu.bd/ 

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ 

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ বাংলাদেশের স্বনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে কেবল মেয়ে শিক্ষার্থীরাই ভর্তি হতে পারে। ১৯৫২ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর ফিরোজ খান নূনের সহধর্মিণী বেগম ভিকার উন নিসা নূন ঢাকায় মেয়েদের জন্য একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ার লক্ষ্যে এই স্কুলটি প্রতিষ্ঠা করেন। এরপর তাঁর নাম অনুসারেই স্কুলটির নামকরণ করা হয় ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ।

বর্তমানে এই স্কুলটির মোট চারটি শাখা রয়েছে। এর প্রধান শাখাটি রয়েছে ঢাকার বেইলি রোড এলাকায় এবং অন্য তিনটি শাখা রাজধানীর আজিমপুর, ধানমন্ডি এবং বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত। এই চারটি শাখায় সর্বমোট প্রায় ২৪০০০ এর অধিক নারী শিক্ষার্থী এবং ৬৫০ জন শিক্ষক রয়েছেন। প্রতিবছর মাধ্যমিক পরীক্ষায় এই স্কুলটি সেরা তিনের মধ্যে অবস্থান করে থাকে। এছাড়া শিক্ষার গুণগত মান বজায় রাখার জন্য স্কুলটির পরিচালনা কমিটি সর্বদা সচেষ্ট। 

  • অবস্থান: বেইলি রোড, ঢাকা
  • নীতিবাক্য: শিক্ষার মাধ্যমে আলো
  • প্রতিষ্ঠাকাল: ১৯৫২
  • শিক্ষা বোর্ড: ঢাকা শিক্ষা বোর্ড
  • ওয়েবসাইট: https://www.vnsc.edu.bd/ 

সামসুল হক খান স্কুল এন্ড কলেজ 

সামসুল হক খান স্কুল এন্ড কলেজ ঢাকা শহরের অদূরে ডেমরায় অবস্থিত একটি দেশ সেরা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৮৯ সালে অত্যন্ত সুপরিচিত, জনহিতৈষী এবং বিদ্যোৎসাহী ব্যক্তিত্ব আলহাজ্ব সামসুল হক খান ডেমরায় বসবাসকারী হতদরিদ্র শ্রমিক সম্প্রদায়ের সন্তানদের সুশিক্ষিত করার লক্ষ্যে এই স্কুলটি গড়ে তোলেন। 

মানবিক, ব্যবসায় এবং বিজ্ঞান এই তিনটি বিভাগে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে এই স্কুলটির শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। স্কুলটিতে বাংলার পাশাপাশি ২০১৪ সালে খোলা হয়েছে ইংরেজি মাধ্যম। কালের আবর্তে এই শিক্ষা প্রতিষ্ঠান এখন দেশের শীর্ষস্থানীয় একটি প্রতিষ্ঠান।

  • অবস্থান: ডেমরা, যাত্রাবাড়ি, ঢাকা
  • নীতিবাক্য: জ্ঞানই আলো
  • প্রতিষ্ঠাকাল: ১৯৮৯
  • শিক্ষা বোর্ড: ঢাকা শিক্ষা বোর্ড
  • ওয়েবসাইট: http://www.shksc.edu.bd/ 

গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল

বর্তমানে বাংলাদেশের সেরা স্কুলগুলোর মধ্যে অন্যতম স্বনামধন্য একটি প্রতিষ্ঠান হলো গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল। স্কুলটি রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকায় ঢাকা কলেজের পাশে অবস্থিত। এটি ১৯৬১ সালের ৩ সেপ্টেম্বর যাত্রা শুরু করে।

প্রতিষ্ঠানটির বর্তমান মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৪৬২৫ জনের অধিক। স্কুলটিতে প্রভাতী ও দিবা মোট দুটি শাখায় বাণিজ্য ও বিজ্ঞান বিভাগে শিক্ষা দান করা হয়। মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা এবং পরিচ্ছন্ন ক্যাম্পাসের কারণে প্রতিষ্ঠানটির শিক্ষার্থী সংখ্যা যেমন বাড়ছে তেমনি দেশ জুড়ে সুনাম অব্যাহত রয়েছে প্রায় পাঁচ যুগ ধরে।

  • অবস্থান: ধানমন্ডি, নিউমার্কেট, ঢাকা
  • নীতিবাক্য: আলো আরও আলো
  • প্রতিষ্ঠাকাল: ১৯৬১
  • শিক্ষা বোর্ড: ঢাকা শিক্ষা বোর্ড
  • ওয়েবসাইট: http://www.glabdhaka.edu.bd/ 

চট্টগ্রাম কলেজিয়েট স্কুল এন্ড কলেজ 

চট্টগ্রাম কলেজিয়েট স্কুল এন্ড কলেজ বাংলাদেশের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি প্রতিষ্ঠান। এটি ১৮৩৬ সালে বন্দর নগরী চট্টগ্রামের দক্ষিণে ডবলমুরিং থানার আইস ফ্যাক্টরি রোডে অবস্থিত। এটি বাংলাদেশের অন্যতম সেরা একটি সরকারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়। 

বর্তমানে এই বিদ্যালয়ে অধ্যয়নরত মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২৩২০ জন। ৫ম থেকে ১২ শ্রেণী পর্যন্ত মোট তিনটি শাখা- প্রাতঃ শাখা, দিবা শাখা ও উচ্চমাধ্যমিক শাখায় প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পাদিত হয়। সূচনালগ্ন থেকে এখন পর্যন্ত বরাবরের মতোই এই স্কুলটি অত্যন্ত সুনাম ও সফলতার সাথে শিক্ষা দান করে যাচ্ছে।

  • অবস্থান: আইস ফ্যাক্টরি রোড, ডবলমুরিং, চট্টগ্রাম
  • প্রতিষ্ঠাকাল: ১৮৩৬
  • শিক্ষা বোর্ড: চট্টগ্রাম শিক্ষা বোর্ড
  • ওয়েবসাইট: https://ctgcs.edu.bd/ 

ময়মনসিংহ জিলা স্কুল

ময়মনসিংহ জিলা স্কুল বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী সরকারি উচ্চ বিদ্যালয়। বৃহত্তর ময়মনসিংহ জেলার কেন্দ্রস্থলে ১৮৫০ সালে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা লাভ করে। 

বিদ্যালয়টিতে ৩য় শ্রেণী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত প্রাতঃ ও দিবা মোট দুটি অধিবেশনে শিক্ষা দান করা হয়। শুধুমাত্র ছেলেদের জন্য প্রতিষ্ঠিত এই স্কুলটি বাংলাদেশের জাতীয় পর্যায়ে বরাবরই কৃতিত্বের পরিচয় দিয়ে আসছে। 

  • অবস্থান: জিলা স্কুল রোড, ময়মনসিংহ
  • প্রতিষ্ঠাকাল: ১৮৫০
  • শিক্ষা বোর্ড: ময়মনসিংহ শিক্ষা বোর্ড
  • ওয়েবসাইট: https://www.mzs.edu.bd/ 

ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ 

বাংলাদেশের আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি প্রতিষ্ঠান হলো ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। এটি মূলত একটি স্বায়ত্ত্বশাসিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষালয়। তৎকালীন পাকিস্তান সরকারের তত্ত্বাবধানে ১৯৬০ সালে এই বিদ্যালয়টি ঢাকা শহরের মোহাম্মদপুর এলাকায় প্রতিষ্ঠিত হয়। 

এই স্কুলটিতে বর্তমানে তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা দান করা হয়। প্রতিষ্ঠানটি মোট শিক্ষার্থী সংখ্যা প্রায় ৫০০০ এর অধিক এবং শিক্ষকমন্ডলী রয়েছেন প্রায় ১৮৩ জন। ৫২ একর জমির উপর নির্মিত এই সুবিশাল বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন বোর্ড পরীক্ষা অত্যন্ত সুনামের সাথে মানসম্পন্ন ফলাফল অর্জনের মাধ্যমে জাতীয় পর্যায়ে বরাবরই প্রতিষ্ঠানটির মুখ উজ্জ্বল করছে। 

  • অবস্থান: মোহাম্মদপুর, ঢাকা
  • নীতিবাক্য: উৎকর্ষ সাধনে অদম্য
  • প্রতিষ্ঠাকাল: ১৯৬০
  • শিক্ষা বোর্ড: ঢাকা শিক্ষা বোর্ড
  • ওয়েবসাইট: http://drmc.edu.bd/ 

হলিক্রস গার্লস হাই স্কুল 

বাংলাদেশের নারী শিক্ষা ক্ষেত্রে অন্যতম প্রসিদ্ধ একটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম হলো হলিক্রস উচ্চ বালিকা বিদ্যালয়। এটি ১৯৫১ সালে ঢাকার তেজগাঁও এলাকায় প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়ের মোট দুটি অধিবেশনে মোট ১৮০০ শিক্ষার্থী রয়েছে। 

স্কুলটিতে বর্তমানে প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালু রয়েছে। বিদ্যালয়টি বাংলাদেশের এযাবৎ কালের অন্যতম সেরা একটি বিদ্যালয় যেটি জাতীয় পর্যায়ে বেশ কয়েকবার সেরা বিদ্যালয় হওয়ার সম্মান অর্জন করে। মিশনারি ধরনের বিদ্যালয় হওয়া সত্ত্বেও সব ধর্মের শিক্ষার্থীরাই এখানে শিক্ষা গ্রহণের সুযোগ পায়। 

  • অবস্থান: তেজগাঁও, ঢাকা
  • প্রতিষ্ঠাকাল: ১৯৫১
  • শিক্ষা বোর্ড: ঢাকা শিক্ষা বোর্ড
  • ওয়েবসাইট: http://holycrossgirlshighschool.com/ 

বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ

বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ বাংলাদেশের একটি খ্যাতনামা স্কুল ও কলেজ। এটি বগুড়া শহরের দক্ষিণে বগুড়া সেনানিবাসের অভ্যন্তরে অবস্থিত। ১৯৭৯ সালে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠানটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

বর্তমানে এই বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী সংখ্যা প্রায় ৬০০০ এবং শিক্ষক সংখ্যা ১৮৬ জন। প্রভাতি ও দিবা এই দুটি শাখায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। বিদ্যালয়টিতে বর্তমানে নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তির সুযোগ রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠান গুলোর মধ্যে একটি অন্যতম ও স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান।

  • অবস্থান: বগুড়া সেনানিবাস, বগুড়া।
  • নীতিবাক্য: হে প্রভু, আমাকে জ্ঞান দাও
  • প্রতিষ্ঠাকাল: ১৯৭৯
  • শিক্ষা বোর্ড: রাজশাহী শিক্ষা বোর্ড
  • ওয়েবসাইট: http://bcpsc.edu.bd/ 

বাংলাদেশে সরকারি এবং বেসরকারি স্কুলের সংখ্যা যেমন বেড়ে চলেছে তেমন এসমস্ত স্কুলে শিক্ষার্থী সংখ্যাও উল্লেখযোগ্য হারে বাড়ছে। যেটি অবশ্যই একটি দেশের জন্য বিরাট অর্জন। কেননা যোগ্য মানুষ গড়ার কারিগর হলো বিদ্যালয়। আর এই যোগ্য মানুষেরাই হলেন দেশকে গড়ে তোলার কারিগর।

তবে দুঃখজনকভাবে বাংলাদেশের বেশিরভাগ স্কুলই এখন শিক্ষার মূল ধারা বিচ্যুত হচ্ছে। শিক্ষার যোগ্য মান বজায় রাখতে ব্যর্থ হচ্ছে। ব্যর্থ হচ্ছে যোগ্য মানুষ গড়তে তুলতে। তাই অবস্থা থেকে বেড়িয়ে আসতে দেশের সরকার, বুদ্ধজীবী, শিক্ষক এবং অভিভাবকদের একযোগে এগিয়ে আসতে হবে। নতুবা অদূর ভবিষ্যতে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যে ধুলোয় মিশে যাবে তা এখন সহজেই অনুমেয়।

Leave a Comment